Coach Kanchon
Coach kanchon storyAuthor, Certified Happiness CoachBusiness Mentor | Investorআপনার সাথে দেখা না হলে ঋণের ভারে হয়তো আত্মহত্যাই করতে হতো। জীবনের মানেটা খুঁজে দেয়ার জন্য ধন্যবাদ, স্যার।ভীষণ সাধারণ কিছু কথা, কিন্তু আমার কাছে সবচেয়ে অসাধারণ। একজন মানুষ বেঁচে থাকতে এরচেয়ে বেশি ভালোবাসা পেতে পারে কিনা আমার জানা নেই। আর এই ভালোবাসা থেকেই কোচ কাঞ্চন হয়ে ওঠা। লাইফকে শুধু মোটিভেট করা নয়, প্রতিদিন এদেশের অগণিত উদ্যোক্তাদের লাইফটাকে চেঞ্জ করে দেয়ার গল্পট থেকেই কোচ কাঞ্চনের যাত্রা, যাত্রা “হ্যাপিনেস অন” মুভমেন্টের। পথচলাটা সহজ ছিল না। শুরুটা হয়েছিল নিজের আনহ্যাপিনেস থেকে। জীবনটাকে বোঝা মনে হতো। নানা জটিলতায় আত্নহত্যা চিন্তাও উঁকি দিতো মাঝে মাঝে। এরপর ঘুরে দাড়ানোর চেষ্টায় শুরু হলো ইলিয়াস কাঞ্চন থেকে কোচ কাঞ্চন হয়ে ওঠার পথের কঠিন অধ্যবসায়। নিজের ব্যক্তির অভিজ্ঞতায় দেখেছি একজন স্বপ্ন দেখা মানুষের জন্য পৃথিবীটা কি কঠিন এক যুদ্ধক্ষেত্র! কিন্তু আসল যুদ্ধটা শুরু হয় যেখান থেকে, আমি ভেবেছি সেখান থেকেই। স্বপ্নটা না হয় বাস্তবায়ন হলো, কিন্তু তারপর? টাকা না হয় উপার্জন হলো অনেক, কিন্তু পরের গল্পটা? জীবনের আল্টিমেট যে অর্জন, যে সুখের জন্য এতো কিছু, সেটার দেখা মিলবে তো ঠিকঠাক? বলা হয় “Money Can't Buy Happiness”! তাহলে কি দিয়ে কেনা যাবে হ্যাপিনেস? এক মুহূর্তের জন্য যদি হ্যাপিনেস পাওয়াও যায়, সেটাই বা স্থায়ী হয় কতক্ষণ? আর তাই আমি বলি “হ্যাপিনেস অন”। মানে একমুহূর্তের জন্যও যেন আপনাকে হ্যাপিনেস ছাড়া থাকতে না নয়, সেই স্কিলটা শেখানোই আমার আল্টিমেট কোর্স অফ অ্যাকশন। পৃথিবীর আল্টিমেট কারেন্সিটাই হলো হ্যাপিনেস অন। সব কিছুর জন্যই একটা নির্ধারিত সীমানা রয়েছে। ঠিক তেমনি হ্যাপিনেস অন-এর জন্য চাই লাইফের পারফেক্ট ব্যালেন্স। কিন্তু হ্যাপিনেস অন কেন? হ্যাপিনেস কি চাইলেই পাওয়া যায়? উড়ে এসে জুড়ে বসার মতো কিছু? নাকি তাকে কেবল ফিল করা যায়? হ্যাপিনেস ঠিক কারেন্সির মতো। তাকে আর্ন করতে হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ- তাকে অন রাখতে হয়। অফ হয়ে গেলেই আবার সেই আনহ্যাপিনেস। হতাশা, আর জীবনকে বোঝা মনে হওয়া প্রতিটি মুহূর্তের মধ্যে বসবাস। আর সেখান থেকেই হ্যাপিনেস অন-এর যাত্রাটা শুরু। শুরু আমার তৈরি নতুন এই ন্যারেটিভের। আর সেই গল্প থেকেই গত ৫ বছরের গবেষণায় দাড় করিয়েছি কোচ কাঞ্চন মডেল অব হ্যাপিনেস - EMPOWER© EMPOWER একটা অ্যাক্রোনিম। এখানে লাইফকে অতি গুরুত্বপূর্ণ ৭ টা অংশে ভাগ করা হয়েছে। যে পার্টগুলো প্রায়োরিটি দিয়ে সাজালে আমাদের জীবনটা সুখে - সমৃদ্ধিতে ভরপুর হয়ে উঠবে। পারবো একটা ব্যালেন্সড লাইফ লিড করতে পারবো।